Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী
             ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ

 পৌর কার্যাবলীর আওতায় ইউনিয়ন পরিষদের ১০টি বাধ্যতামূলক ও ৩৮টি ঐচ্ছিক দায়িত্ব ও কর্তব্য আছে।

ক) বাধ্যতামূলক কার্যাবলী

১। আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশানকে সহায়তা করা;

২। অপরাধ, বৃশৃংখলা এবং চোরাচালান দমনে বিভিন্ন পদক্ষেপ গহণ করা;

৩। জনগনের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিকল্পে কৃষি, বন, বৃক্ষরোপন, মৎস ও পশু সম্পদ, শিক্ষা, স্বাস্থ, কুটির শিল্প, যোগাযোগ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা;

৪। পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো;

৫। স্থানীয় সম্পদ সংগ্রহে উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চত করা;

৬। জনগণের সম্পত্তি যথাঃ রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাঁধ, খাল, বিদ্যুৎ লাইন, সরকারী সম্পত্তি ইত্যাদি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা;

৭। ইউনিয়ন পর্যায়ে সকল সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে সুপারিশ পেশ করা;

৮। স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও ব্যবহারে জনগণকে উস্নুদ্ধ করা এবংএ বিষয়ে প্রচারণা চালানো;

৯। জন্ম-মৃত্যু, বিবাহ, অন্ধ, ভিক্ষুক ও দুঃস্থদের নিবন্ধন করা;

১০। সব ধরনের শুমারি পরিচালনা করা।

 

খ) সাধারণ কার্যাবলী

১। রাস্তাঘাটের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করা;

২। সরকারী স্থান, উম্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠ-এর ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করা;

৩। রাস্তা-ঘাট ও সরকারী স্থানে আলোর ব্যবস্থা করা;

৪। সাধারনভাবে গাছ লাগানো ও সংরক্ষণ করা এবং বিশেষ করে রাস্তার পাশে, সরকারী জায়গায় গাছ লাগানো ও সংরক্ষণ করা;

৫। কবরস্থান, শ্মশান ঘাট, জনসাধারণের সভার স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা;

৬। পর্যটকদের থাকার ব্যবস্থা ও তা সংরক্ষণ করা;

৭। রাস্তাঘাট ও সরকারী স্থান নিয়ন্ত্রন ও অনাধিকার প্রবেশ রোধ করা;

৮। ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদি তত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্য সাধন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা;

৯। গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা;

১০। অপরাধমূলক ও বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রণ করা;

১১। রাস্তা-ঘাট ও সরকারী স্থানে অসামাজিক কার্যকলাপ, উপদ্রব ইত্যাদি নিয়ন্ত্রণ বা প্রশমিত করা;

১২। মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন করা;

১৩। পশু জবাই নিয়ন্ত্রন করা;

১৪। ইউনিয়ন দালান নির্মাণ ও পুনঃনির্মাণ নিয়ন্ত্রণ করা;

১৫। বিপদজনক দালান ও কাঠামো নিয়ন্ত্রণ করা;

১৬। নলকূপ, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের ব্যবস্থাকরণ ও সংরক্ষণ;

১৭। খাবার পানির উৎস দূষিত হওয়া রোধের ব্যবস্থা করা;

১৮। জনস্বাস্থ্যেও জণ্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা;

১৯। খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর বা পানি সরবরাহের নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাচা বা পশুর গোসল নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা;

২০। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ করা;

২১। আবাসিক এলাকার মধ্যে চামরা রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা;

২২। আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্ত উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা;

২৩। আবাসিক এলাকায় ইটের ভাটা, মাটির পাত্র বা অন্যান্য চুল্লি নির্মাণ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা;

২৪। গৃহপালিত পশু বা বিক্রয়ের অন্যান্য পশু তালিকাভূক্তিকরণ;

২৫। মেলা ও প্রদর্শনীর আয়োজন করা;

২৬। জনসাধারণের উৎসব পালনের ব্যবস্থা করা;

২৭। অগ্নি, বন্যা, শিলা-বৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার তৎপরতা চালানোর ব্যবস্থা করা;

২৮। বিধবা, এতিম, গরিব ও দুঃস্থ ব্যক্তিদের সহায্য করা;

২৯। খেলাধুলার উন্নতি সাধন করা;

৩০। শিল্প ও সামজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গস্খামীণ শিল্পের উন্নয়ন সাধন ও উৎসাহ দান;

৩১। বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করা;

৩২। পরিবেশ ব্যবস্থার কাজ করা;

৩৩। গবাদি পশুর খোঁয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা;

৩৪। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা;

৩৫। গ্রন্থগার ও পাঠাগারের ব্যবস্থা করা;

৩৬। ইউনিয়ন পরিষদের মত সদৃশ্য কাজে নিয়োজিত অন্যান্য সংস্থাকে সহযোগিতা প্রদান;

৩৭। জেলা প্রশাসকের মত সদৃশ্য কাজে নিয়োজিত অন্যান্য সংস্থাকে সহযোগিতা প্রদান;

৩৮। ইউনিয়নের বাসিন্ধা বা পরিদর্শনকারীদের নিরাপত্তা, আরাম-আয়েস বা সুযোগ-সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গস্খহণ করা;

এছাড়াও পুলিশ ও নিরাপত্তা, রাজস্ব ও প্রশাসন, উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ এবং বিচার সংক্রান্ত কার্যাবলী নিধারিত আছে।