Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

তারিখ/বার

সভা নং

সময়/স্থান

বিবরণ

মন্তব্য

১২-১১-২০১৫ইং

বৃহস্পতিবার

০৫

সকাল ১০:০০ ঘটিকা

ইউপি সভাকক্ষ

১। গত মাসের কার্যবিবরণী পাঠ।

২। অদ্যকার সভার মাননীয় সভাপতি জনাব মো: জাহাঙ্গীর আলমউপস্থিত সকলকে স্বাগত জানিয়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপরে জিজ্ঞাসাবাদ করিলে, এলাকায় সর্বত্রই শান্তি করছে, কোথাও কোনো প্রকার অসুবিধা নেই। উক্ত আলোচনায় সকলেই একমত পোষণ করেন ও সকলেকই আরো মনোযোগী হওয়ার আহব্বান রাখেন ও গ্রাম পুলিশদের অধিতর গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন। 

 

১৮-১০-২০১৫ইং

রবিবার

০৪

সকাল ১০:০০ ঘটিকা

ইউপি সভাকক্ষ

১। গত মাসের কার্যবিবরণী পাঠ।

২। ১% বরাদ্ধ দিয়ে প্রকল্প গ্রহণ।

৩। বিবিধ।

 

১৬-০৯-১৫ইং

বুধবার

০৩

সকাল ১০:০০ ঘটিকা

ইউপি সভাকক্ষ

১। গত মাসের কার্যবিবরণী পাঠ।

২। অদ্যকার সভার মাননীয় সভাপতি সকলের উদ্দেশ্যে প্রস্তাব প্রস্তাব করেন বাংলা ১৮২২ বঙ্গাব্দের পাচগাও মিতালী বাজার ইজারার ১০% ও ১৫% এর টাকা দ্বারা উক্ত বাজারের উন্নয়ন গ্রহণ করা যেতে পারে। উপস্থিত সর্ব সম্মতিক্রমে উক্ত অর্থ দ্বারা পাচগাও মিতালী বাজারের বিভিন্ন গলি ও রাস্তায় বালি ভরাট স্কিমটি গৃহীত হয় এবং স্কিমটি বাস্তবায়নের জন্য স্কিম বাস্তবায়ন কমিটি ও বরাদ্ধের পরিমাণ উপজেলা অফিসে দাখিলের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গ্রহীত হয়।

৩। বিবিধ। 

 

৩০-০৮-২০১৫ইং

রবিবার

০২

সকাল ১০:০০ ঘটিকা

ইউপি সভাকক্ষ

১। গত মাসের কার্যবিবরণী পাঠ।

২। মৃত বয়স্ক ও বিধবা ভাতার নামের তালিকা অনুমোদন।

৩। বিবিধ। 

 

০৮-০৭-২০১৫ইং

মঙ্গলবার

০১

সকাল ১০:০০ ঘটিকা

ইউপি সভাকক্ষ

১। গত মাসের কার্যবিবরণী পাঠ।

২। অদ্যকার সভা ইউপি চেয়ারম্যান জনাব মো: জাহাঙ্গীর আলম অনুপস্থিত থাকায় ৩নংসংরক্ষিত সদস্য ও উপজেলা সংরক্ষিত সদস্য জনাবা সাহিদা ছলিমের সভাপতিত্বেআরম্ভ হয়। চেয়ারম্যান সাহেব গত ১০-০৬-১৫ইং তারিখ হতে অফিসে অনুপস্থিত থাকারকারেণ অফিসিয়াল বিভিন্ন কার্যক্রম ও জনসাধারণের ভোগান্তির কারণে ০৩ সদস্যবিশিষ্ট অগ্রাধিকার প্যানেল চেয়ারম্যান অদ্যকার সভায় সর্ব সম্মতিক্রমেগ্রহীত হয় এবং উপজেলা নির্বাহী অফিসার নালিতাবাড়ী শেরপুর মেহাদয়কে অনুমোদনকরার জন্য অনুরোধের সিদ্ধান্ত গৃহীত হয়।

৩। বিবিধ।