ভারত থেকে জন্ম নেয়া ভোগাই, চেল্লাখালী ও মালিঝি এই তিনটি প্রধান নদী এ অঞ্চলের সাধারণ মানুষের সুখ,দু:খ ও আনন্দের সাথী। বিস্তৃত এ নদী তিনটির শাখা প্রশাখা অত্র বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করেছে। চেল্লাখালী ও ভোগাই নদির ভাংগন অত্র ইউনিয়নের আমন ও বুরো ফসলের বিশাল হুমকি হয়ে দাঁড়ায়। কলসপাড় ইউনিয়নের মধ্য দিয়ে মালিঝি নদী প্রবাহিত হয়ে যোগানিয়া ইউনিয়নে প্রবেশ করেছে। ১৮৯২ সনের ভূমিকম্পে এই ইউনিয়নে কয়েকটি বিলের সৃষ্টি হয়েছে। তন্মধ্যে গোলস্না বিলের নাম উলেস্নখ যোগ্য। অন্যান্য বিলগুলো হলো কলস বিল, কাছতি বিল, কয়া বিল, বৌলী বিল, বোয়ালমারি বিল, আইলী বিল, দিকদারি বিল, দুবলাকুড়ি বিল, বলেশ্বর বিল, বড় বিলা বিল, হৌরকুড়ি বিল, কৈয়াকুড়ি বিল, মহিষকাডা বিল ও বামুতুলস্না বিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস