Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ফসলের মাঠ
বিস্তারিত

কলসপাড় ইউনিয়নেমোট জমির পরিমাণ ৩৭৭৯ হেক্টর। ৯৫ হেক্টর পাহাড়তলীর পললভূমি। শতকরা প্রায় ৫ভাগ জমিতে বসতবাটি।কলসপাড়ের মোট জমির একাংশ উচু এবং কিছু অংশ জমি খুবই নিচু যা বন্যার সময় ঐতিহ্যবাহী চলন বিল বলে মনে হয়। ইউনিয়নের আদিবাসীদেরপ্রধান উপজীবীকা হলো কৃষি।কলসপাড় ইউনিয়নের উৎপাদিত ফসলের মধ্যে প্রধান হচ্ছে ধান। অত্যন্তএই নিচুএলাকার বোরো ও আমন ফসল ফলে। বেশীর ভাগ সময়েই বন্যার কারণে এই ইউনিয়নেরজনগণআমন ধান ঘরে তুলতে পারে না। অন্যান্য ফসলাদীর পরিমান অত্যন্তসীমিত।অন্যান্য ফসলের মধে আলু, ভুট্টা, পিয়াজ, রসূন, শিম, বাধাকপি, ফুলকপি, লাউ, কৃমরা, শস্য প্রভৃতি ধরণের শস্য চাষ হয়।