নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়টিতে প্রায় পয়ত্রিশ হাজার লোকের বসবাস। তাদের অধিকাংশ লোকই দরিদ্র সীমার নিম্ন পর্যায়ের। মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ লোকই বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তাহাদের জীবীকা নির্বাহ করে।আর কর্মজীবীর অধিকাংশ মানুষই জেলে। তারা নিজ হাতে সুতায় জাল বুনে আবার কেউ কেউ বাজার থেকে জাল কিনে মাছ ধরে থাকে।মাছ ধরে তা বাজারে বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে।তাদের জীবন অত্যন্ত সুন্দর। নদী-নালা, খাল-বিলের সঙ্গে জড়িয়ে আছে তাদের জীবন।জাল, নৌকা আর নদীর পানি তাদের নিত্য সঙ্গী। উক্ত ইউনিয়নের অনেক ছাত্র আছে যারা মাছ ধরে তা বিক্রি করে তাদের লেখাপড়ার খরচ যেমন, বই, খাতা, কলম ইত্যাদি ক্রয় করে থাকে। তারা একবেলা ধরে মাছ ধরে আরেকবেলা পড়াশুনা করে। লেখাপড়ার প্রতি তাদের আকর্ষণ অনেকবেশি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস